Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

* দেশের যেকোন প্রান্ত থেকে বিদ্যুৎ সংক্রান্ত যেকোন তথ্য পেতে ও সমস্যা জানাতে কল করুন ১৬৯৯৯ নম্বরে। * বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ bidaquickserv.org  * পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।


জেনারেল ম্যানেজারের বাণী

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর গ্রাহকবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টা প্রতিষ্ঠান ও সমিতির কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, আস্সালামু আলাইকুম, 


দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ শিল্পায়ন,জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বেকার সমস্যা হ্রাসকরন অর্থাৎ গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্দেশ্য ও প্রত্যয়ের দৃষ্টান্ত হিসেবে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পিরোজপুর জেলার ০৭টি উপজেলা, বরগুনা  জেলার পাথরঘাটা ও বামনা উপজেলাসহ সর্বমোট ৯ টি উপজেলার ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিত। সুষ্ঠুভাবে বিতরণ লাইন রক্ষণাবেক্ষণের জন্য সমিতির ভৌগোলিক এলাকায় সদর দপ্তর ছাড়াও ০৪টি জোনাল অফিস, ০২টি সাব জোনাল অফিস, ০১টি এরিয়া অফিস এবং ০৯টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিতরণ লাইন পরিচালনা , রক্ষণাবেক্ষণ ও গ্রাহকগণকে অবিরত সেবা প্রদান অব্যাহত রয়েছে।


সমিতি আর্থিকভাবে এখনও স্বাবলম্বী হতে পারেনি। বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ, পরিচালন এবং পিডিবি হতে বিদ্যুৎ ক্রয় সহ অন্যান্য যাবতীয় খরচ আপনাদের নিকট হতে আদায়কৃত বিদ্যুৎ বিলের অর্থের মাধ্যমে মিটানো হয়। তাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে সম্মানিত গ্রাহকগণকে অনুরোধ জানাচ্ছি।

বিদ্যুৎ উৎপাদন থেকে বিদ্যুৎ সাশ্রয় সহজতর এবং এতে কোন আর্থিক সংশ্লেষ নাই। উপরোন্ত কম বিল পরিশোধ করা যায়। সে লক্ষ্যে সাশ্রয়ী বিদ্যুৎ বাল্ব সিএফএল, টিউব লাইটের ম্যাগনেটিক ব্যালেষ্টের পরিবর্তে সাশ্রয়ী ইলেক্ট্রনিক ব্যালেষ্ট এবং সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য সম্মানিত গ্রাহকগণকে অনুরোধ জানাচ্ছি।

এছাড়াও বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করার জন্য আপনার বাড়ী/স্থাপনায় সোলার হোম সিষ্টেম (সৌর বিদ্যুৎ) স্থাপনের অনুরোধ জানাচ্ছি। এতে একদিকে যেমন রাষ্ট্রের মূল্যবান খনিজ সম্পদ সাশ্রয় হবে অন্যদিকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মূল্যবান অবদান রাখতে পারেন।

বিদ্যুৎ দেশের মূল্যবান সম্পদ। এর সঠিক ব্যবহারই কাম্য। তাই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করার এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের তথ্য আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে প্রদানের জন্য অনুরোধ করছি। মনে রাখবেন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী দেশের আর্থিক ক্ষতিকারী তথা দেশের শত্রু।

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,

আপনারাই অত্র পল্লী বিদ্যুৎ সমিতির মালিক। ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম চুরি হলে সমিতি এবং আপনাদের উভয়ের আর্থিক ক্ষতি হবে। কাজেই সমিতির সকল প্রকার সম্পদের হেফাজত করাও আপনাদের দায়িত্ব ও কর্তব্য। অতএব, লোড শেডিং এবং বিদ্যুৎ বিভ্রাট জনিত কারণে যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে আশা করি, আপনারা বিষয়টি বাস্তব অবস্থা উপলদ্ধি পূর্বক সমিতি ব্যবস্থাপনাকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

পরিশেষে, সৃষ্টিকর্তার নিকট আমাদের রাষ্টীয় সুখ-সমৃদ্ধি কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

আবু উমাম মোঃ মাহবুবুল হক
জেনারেল ম্যানেজার